Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজ দুই সন্তানের জননী দীর্ঘ ছয় মাস পর উদ্ধার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৯ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগর থেকে নিখোঁজ হওয়া দুই সন্তানের জননী কাতালগঞ্জ লিটল জুয়েল স্কুলের গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধাকে ৬ মাস ২৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার থেকে চট্টগ্রাম নগর ডিবি পুলিশের একটি টিম তাকে উদ্ধার করেছে। উদ্ধারের পর মনিকা বড়ুয়া রাধাকে বৃহস্পতিবার ( ৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ে হাজির করা হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বলেন, মনিকাকে কেউ অপহরণ করেননি। তিনি স্বেচ্ছায় ভারতীয় নাগরিক কমলেশ কুমার মল্লিকের সঙ্গে ভারতে পালিয়ে গিয়েছিলেন। তারা মন্দিরে গিয়ে ধর্মীয়ভাবে বিয়ে করে। পরে সেখানে কলকাতায় কমলেশের নিজস্ব ফ্ল্যাট সিদ্ধেশ^রী ভবনে তাকে রাখা হয়। মনিকা বড়–য়া রাধার নামে ভারতীয় পরিচয় পত্র সংগ্রহ করা হয়। সেখানে তার নাম দেয়া হয় অনামিকা মল্লিক।

এর আগে কমলেশ কুমার মল্লিক নিজে চট্টগ্রামে এসে শ্যামলী বাসে করে যশোর বেনাপোল হয়ে কৌশলে ভারতে নিয়ে যান মনিকা বড়ুয়া রাধাকে। পরে কশলেশের কলকাতায় ফ্ল্যাটে ছিলেন।

তিনি আরও বলেন, গত ৪ নভেম্বর ঢাকার ধানমন্ডি থেকে ভারতীয় নাগরিক কমলেশ কুমার মল্লিককে আটক করা হয়। পরে তিনি সব কিছু পুলিশের কাছে স্বীকার করেন। কমলেশের মাধ্যমে কৌশলে মনিকা বড়ুয়া রাধাকে সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার এলাকায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

মনিকা বড়ুয়া রাধার জবানবন্দি রেকর্ড করার জন্য ও কমলেশ কুমার মল্লিককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রসংগত, গত ১২ এপ্রিল মনিকা বড়ুয়া রাধা চট্টগ্রামের নগরীর লালখানবাজার হাইলেভেল রোড থেকে নিখোঁজ হন। এর পর তার স্বামী দেবাশীষ বড়ুয়া দেবু নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাধাকে উদ্ধারের চেষ্টা চালান।

Bootstrap Image Preview