Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধ নয়নের রঙ্গ কামনা দেখার ইচ্ছে জাগে

গোলাম মোস্তফাঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বন্ধ নয়নের রঙ্গ কামনা দেখার ইচ্ছে জাগে

মো: গোলাম মোস্তফা (দুঃখু)

 

বিশ্বাস করো কান্না আসে ,

চোখে জল নেই !

ব্যাথা আছে দেখানোর আয়না নেই ।

 

বন্ধ নয়নের রঙ্গ কামনা দেখার ইচ্ছে জাগে !

পাহাড়ের বুকে এত বড় বুক !

কেন নজরে আসে বন্ধ নয়নে ।

 

সবি যদি হয় চাওয়ার জন্য ,

বিশ্বাস রেখে পাহাড়ের বুকে কি লাভ।

গৃহবিশালতা কি করে আসবে ,

বন্ধ নয়নের মাঝে ।

 

নয়নের পাতায় মেঘের খেলা জমেছে !

বৃষ্টির রিমঝিম শব্দ নেই ।

 

জল রাশির মাঝে হারিয়ে যাচ্ছে ,

বন্ধ নয়নের আশা ।

                                                                                                                              এই যে শুনছেন  ?

ব্যাথার নদী বানাবো  ।

জল দেখা যাবে না !

 

বন্ধ নয়নের রঙ্গ কামনা ,

স্নান করিবে ব্যাথার নদীর জলে ।

Bootstrap Image Preview