Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:১৩ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:১৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোহাজিরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দুপুর ১২ টায় স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী ৪৫ জনের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাদির হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মীর এম এ সালাম।

বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সাব ইন্সপেক্টর নোয়াব আলী, মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানম, যোগেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা, বাগান পঞ্চায়েত তিল্লী গোয়ালা, ইউরব্যাক অফিসেস এর নির্বাহী পরিচালক মুহিবুল হক ভুইয়া, বিটি আর আই এর সাবেক ডিরেক্টর আলতাফ হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, সংবাদকর্মী রিমন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ জানুয়ারি থেকে স্টুডেন্ট সোসাইটি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। 

Bootstrap Image Preview