Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবতী আটক

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৯:০৯ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৯:০৯ PM

bdmorning Image Preview


বান্দরবানে  ৬ হাজার ৬শ' ৯১ পিস ইয়াবাসহ এক যুবতীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ নভেম্বর) ভোরে শহরের বালাঘাটার যাত্রী ছাউনী এলাকায় থেকে তোমাচিং মার্মা (২৪) এক আটক করে পুলিশ। তোমাচিং মার্মা রাঙ্গামাটি জেলার কাউখালী বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি পাড়ার চোসিং মার্মার মেয়ে।

পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা নিয়ে বান্দরবানসহ আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল বালাঘাটার যাত্রী ছাউনি এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতির টেপ দৌড়ে পালানোর সময় ধৃত করে তোমাচিং মার্মাকে আটক করা হয়।

এ সময় বিক্রির উদ্দেশ্যে তার সাথে থাকা ৬৬৯১ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

আটককৃত তোমাচিং মার্মার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।

Bootstrap Image Preview