Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০ পয়সার দাবিতে টেক্সটাইল শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মসূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে শিল্প ও টেক্সটাইল নগরী হিসেবে পরিচিত এই এলাকার টেক্সটাইল মিলসের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে।

গতকাল মঙ্গলবার চৌয়ালার শিল্প এলাকায় এক লক্ষের অধিক শ্রমিকরা বিশ পয়সা প্রতি গজে কাপরের দাম নির্ধারন করতে প্রায় চার হাজার টেক্সটাইল মেইল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। 

এসময় মাঞ্জু মিয়া টেক্সটাইল এর এক শ্রমিক আবুল কাশেম জানান যে, আমরা প্রতি গজে এক টাকা পঞ্চাশ পয়সা পাই। এতে আমাদের চলাচল করতে খুবই হিমশিম খেতে হয়। কিন্তু আমাদের শ্রমিক নেতা জেলা প্রশাসকের কাছে অবগত করলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রতি গজে বিশ পয়সা বাড়াতে মালিক পক্ষকে নির্দেশনা দিলেও তা না মানায় আমরা অনির্দষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করি।

অপরদিকে সামিয়া টেক্সটাইল এর মালিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে কাপরের বাজার দর কম হওয়ায় আমাদের লোসকান হচ্ছে এবং ব্যাংকের কাছ থেকে নেওয়া লোন পরিশোধ করতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই শ্রমিকদের এই দাবি একটি অযৌক্তিক দাবি বলে তিনি জানান। 

বিক্ষুব্ধ শ্রমিকরা চৌয়ালা ঢুকার প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং কারখানাগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। তারা প্রায় টানা ২ দিন যাবৎ চৌয়ালা ঢুকার প্রবেশ পথ অবরোধ করে রাখে। 

শ্রমিকগন জানান, নরসিংদীর চৌয়ালা এলাকার তানজিনা টেক্সটাইলের শ্রমিকরা বিশ পয়সা গজ প্রতি বৃদ্ধির দাবি নিয়ে কয়েকদিন ধরেই কারখানার মালিকপক্ষের কাছে দাবি করে আসছিল। মালিকপক্ষ কোন কর্ণপাত না করায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করে।

এদিকে মাধবদী চৌয়ালা, হাজীপুর, বিলাসদীসহ সকল কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্য দূর-দূরান্ত থেকে কাজ করতে আসা শ্রমিকরা বেকারত্ত্ব অবস্থায় দিন কাটাচ্ছে। 

এ বিষয়ে গনমাধ্যমকর্মীরা মালিক সমিতির কাছে এ বিষয়ে জানতে চাইলে বাবু নিবারনসা বলেন, প্রায় সময়ই শ্রমিকরা কিছু না বলে হঠাৎই কারখানাগুলো বন্ধ করে দেয়। একটি মহল রাজনৈতিক ফয়দা হাসিল করতে শ্রমিকদের উস্কানীমূলক কথা বলে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আশা করি এ বিষয়ে দ্রুত একটি ফলাফল আসবে বলে আশা করছি। 
 

Bootstrap Image Preview