Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ১০% বৃদ্ধি করে ভর্তি ফি নির্ধারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক ভর্তি ফি ১০% বৃদ্ধি করে ৭৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা এবং অন্যান্য বিষয়াদি সংক্রান্ত বিবৃতি প্রদান করা হয়। যেখানে বিগত বছর ভর্তি ফি ছিল ৬৮৫০ টাকা। ভর্তি ফি পূর্বের তুলনায় ৩৯% বৃদ্ধি উল্লেখ করায় এর বিরুদ্ধে আন্দোলন এবং উপাচার্য বরাবর স্বারকলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

এরই প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে ফি কমিয়ে ১০% নির্ধারণ করা হয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিগত ২০১২ থেকে মুদ্রাস্ফীতি বিবেচনায় এবছর ২৪ শতাংশ ফি বৃদ্ধির কথা। কিন্তু শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ১০ শতাংশ বৃদ্ধি করেছি।

 

Bootstrap Image Preview