Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় শিক্ষারমান উন্নয়নে মতবিনিময় সভা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:২২ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:২২ PM

bdmorning Image Preview


সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ডাক বাংলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীবৃন্দ এ সভার আয়োজন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইজাবুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় আরো উপিস্থত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম,উপজেলা আ’লীগ সভাপতি ইছাহাক হোসেন, সহ-সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলার সকল মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

বক্তারা এ সময় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা আরও মানসম্পন্ন করার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

Bootstrap Image Preview