Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটল দেখলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৫:০৪ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview


বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা দেখতে কার না ভালো লাগে।শুধুই কি খেলা?ভক্তদের কাছে সাকিব মানেই সেরা।তাই এই বাঁ-হাতি অলরাউন্ডারের খুটি নাটি সব খোঁজ খবর রাখে ভক্তরা।কিন্তু অনেকেই হয়তো জানে না সাকিব প্রচণ্ড খাবার খেতে ভালো বাসেন।

সব খাবারই সাকিবের খুব প্রিয় কিন্তু একটা জিনিস বাদে।পটল হলো সাকিবের সব থেকে বেশি অপছন্দের একটি খাবার। বিশেষ করে পটলের বিচি দাঁতের নিচে পড়লে সাকিব রীতিমত মেজাজ হারিয়ে ফেলেন।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের পছন্দের খাবার কোনটা জানতে চাওয়া হয়।উত্তরে সাকিব সব খাবারের নামই বলেন শুধু পটল বাদে।

হাসতে হাসতে সাকিব বলেন,খাবার প্রচণ্ড খেতে পছন্দ করি এক মাত্র পটল বাদে।পটলের বিচিটা আমার পছন্দ না।ওই জিনিসটা বাদে আর যে কোন খাবার খেতে পছন্দ করি’।

Bootstrap Image Preview