এশিয়া কাপ খেলার সময় হাতের ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান।যার জন্য এশিয়া কাপ শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি।এরপর এখনো বিশ্রামেই আছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।সম্প্রতি এই বিশ্রাম থাকার মধ্যেই ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লুঙ্গি ও ব্লেজার পরে ছবি শেয়ার করেন ভক্তদের উদ্দেশ্যে।
সাকিবের লুঙ্গি পরা সেই ছবি দেখে ভক্তরা একটু অবাকই হয়েছেন।প্রিয় ক্রিকেটারকে এই ধরনের পোশাকে দেখতে পেয়ে অনেকেই আবার মজার মজার কমেন্টও করেছেন।
কিন্তু সাকিবের এই ড্রেস পরে কেমন লেগেছে সেটা কি কেউ জানেন? সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানালেন তাঁর সেই লুঙ্গি পরার অনুভূতির কথা,‘যদিও এটাই মনে হয় আমার ফাস্ট টাইম লুঙ্গি পরা।লুঙ্গি পরা সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নাই। তার পরেও মনে করি যে এটা অনেকটা পাঞ্জাবির মতই খুবই কমফর্টেবেল একটি ড্রেস হবে।তো আমার পক্ষে বলাটা মুশকিল যেহেতু আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন এটা সো ফাস্ট টাইম পরতে পেরে আমি খুশি’।