Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের মাঠে নামার আগে পাকিস্তানের কাছে হারলো টাইগ্রেসরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৩:২৭ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগ্রেসরা।সেই হারের রেশ না কাটতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আবারো পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা।

আজ (বুধবার) সকালে গায়ানায় প্রথেম ব্যাটিং করতে নেমে রুমানাদের বোলিংয়ে সামনে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।  কিন্তু ওই স্কোর তাড়া করতে নেমে ২০ ওভার খেলেও মাত্র ৯৮ রানে থেমেছে টাইগ্রেসরা। ফলে পাকিস্তানের কাছে ৮ রানে হেরেছে তারা।

বাংলাদেশের হয়ে দুই অফ স্পিনার সালমা ও খাদিজা তুল কুবরা নেন দুটি করে উইকেট। এছাড়া রুমানা আহমেদ নেন ১টি উইকেট।

রান তাড়ায় বাংলাদেশ উইকেট হারিয়েছে নিয়মিত। মিডল অর্ডারে ফারজানা হক এক প্রান্ত আঁকড়ে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। ফলে ফারজানা ২৮ রান করলেও ১০ রান ছাড়াতে পারেননি আর কেউ। এতে মাত্র ৯৮ রানেই বাংলাদেশের স্কোর থেমে যায়।

উল্লেখ্য,আগামী শনিবার সকালে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

 

Bootstrap Image Preview