Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের বড় ভাই বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে  মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বড় ভাই গ্রেগ পেন্স ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভের একটি আসনে জয়ী হয়েছেন।

মঙ্গলবার দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই এ ফলাফল ঘোষণা করা হয়।

৬১ বছর বয়সী ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তার নিজ এলাকায় নিজেকে রিপাবলিকানদের পক্ষে বিজয়ী দাবি করেছেন। তার ছোটভাই মাইক পেন্স এক সময়ে ইন্ডিয়ানাতে বিজয়ী হয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মাইক পেন্স মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানার গভর্নরের দায়িত্ব পালন করেন। এলাকাটি রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় গ্রেগ পেন্স ট্রাম্প ও তার ভাইকে সমর্থন এবং নিজেকে রক্ষণশীল হিসেবে ঘোষণা দেন।

৬৮ শতাংশ ভোট পাওয়ায় টেলিভিশন চ্যানেল সিএনএন ও এনবিসি থেকে পেন্সকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি এক বিজয় বার্তায় বলেন, ‘আপনাদের অনেকের মতো আমিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজে অনুপ্রাণিত। আমি মধ্যবিত্তের জন্য ট্রাম্পের লড়াইকে সমর্থন করি।

Bootstrap Image Preview