Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মতো সমকামী গভর্নর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:২৭ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:২৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কলোরোডা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো জেয়ার্ড পলিশ নামে ডেমোক্র্যাটিক দলের এই সদস্যই হতে যাচ্ছেন দেশটির ইতিহাসে প্রথম কোনো নির্বাচিত সমকামী গভর্নর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, এখন পর্যন্ত হিসেব করা ভোটে এগিয়ে আছেন পলিস। তিনি রিপাবলিকান প্রার্থী ওয়াকার স্টেপলেটনকে পরাজিত করে কলোরোডা অঙ্গরাজ্যের প্রথম সমকামী গভর্ণর হতে যাচ্ছেন।

এবারের নির্বাচনে এলজিবিটিদের মধ্যে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করাদের একজন হলেন পলিস। এছাড়াও এলজিবিটির মধ্যে নির্বাচন করছেন ওরিগন রাজ্যের রিপাবলিকান দলের গভর্নর প্রার্থী ব্রাউন, ভারমেন্ট রাজ্যের ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ক্রিস্টিন হ্যালোকিস্ট এবং টেক্সাসের ডেমোক্র্যাট প্রার্থী লপ ভালদেজ।

প্রথম সমকামী হিসেবে পলিসের এই জয়ের মাধ্যমে কলোরোডা অঙ্গরাজ্যে গভর্নরের পদটি ধরে রাখলো ডেমোক্র্যাটিক দল। এর আগে পলিশ ও তার স্ত্রী মারলন রেইস মার্কিন কংগ্রেসে সমলিঙ্গের দম্পতি হিসেবে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তার আগের বছর দেশটিতে সমলিঙ্গের মানুষের বিয়ের বৈধতা দেয়া হয়।

Bootstrap Image Preview