Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধূমপান না করলে সপ্তাহে ৬ দিন ছুটি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview


আজকাল অনেক প্রতিষ্ঠানে রয়েছে ছোট ছোট স্মোকিং ব্রেক। যারা স্মোকার তারা এই ব্রেকটা নেন আর যারা নন-স্মোকার তারা নেন না। এই কারনে বিনা কোন সিগারেট ব্রেকেই কাজ করেন নন-স্মোকার কর্মীরা। ফলে, স্মোকার এবং নন-স্মোকারদের কাজের মধ্যে তৈরি হয় একটা অসমতা। যার জেরে অসোন্তোষের নজিরও দেখা যায়।

এবার নন-স্মোকারদের জন্যই সুখবর শোনাল একটি জাপানি সংস্থা। যারা কোন সিগারেট ব্রেক নেননি তাদের দেওয়া হবে ৬ দিনের ছুটি। 

সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, কিছুদিন আগে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান সেই সংস্থার এক কর্মী। সে অভিযোগ করেন, স্মোকারদের থেকে অতিরিক্ত সময় কাজ করছেন নন-স্মোকাররা। কারণ স্মোকিং ব্রেকের জন্য বাড়তি সময় নষ্ট হচ্ছে না তাদের। আর সেখান থেকেই সিদ্ধান্তটি নেয় ওই জাপানি সংস্থা।

সংস্থার মুখপাত্র জানান, ‘আমাদের সিইও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্তটি নেন। আর পুরো বিষয়ে ভারসাম্য আনতেই নন-স্মোকারদের অতিরিক্ত কিছু সময়ের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’ জাপানি এই সংস্থাটি ২৯ তলায়। যেখান থেকে নীচের বেসমেন্টে আসতে এবং সিগারেট খেতে সময় লাগে কমপক্ষে ১৫ মিনিট৷ পুরো বিষয়টি নিয়ে সংস্থার সিইও জানান, ‘আশা করছি, সিদ্ধান্তটি কর্মীদের ধূমপান ছাড়তে উৎসাহিত করবে।’

Bootstrap Image Preview