Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য কমেন্ট্রি বক্সে প্রাণে বেঁচে গেলেন সুনীল গাভাস্কর ও সঞ্জয় !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview


৫২ তম স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার ছাড়পত্র পেয়েছে  ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে একানা ক্রিকেট স্টেডিয়াম। নবনির্মিত একানা স্টেডিয়ামের হাত ধরেই ২৪ বছর পর লখনউয়ের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। কিন্তু তার আগেই ঘটে গেল বিরাট এক দুর্ঘটনা। মঙ্গলবার একানা আন্তর্জাতিক স্টেডিয়ামে কমেন্ট্রি বক্সে দরজার কাঁচ ভেঙে অল্পের জন্য বাঁচলেন সুনীল গাভাস্কর এবং সঞ্জয় মঞ্জরেকর।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন দুই ধারাভাষ্যকর সুনীল গাভাস্কর এবং সঞ্জয় মঞ্জরেকর এদিন কমেন্ট্রি বক্সে প্রবেশ করতে গেলে হঠাৎই কমেন্ট্রি বক্সের দরজার কাঁচ ভেঙে পড়ে। কিন্তু কপাল জোরে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পান এই দুই প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকর।

দুর্ঘটনার ভয়াবহতা জানাতে গিয়ে মঞ্জরেকর জানিয়েছেন, ‘একটা দরজার কাঁচ তাসের মত টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। ভাগ্যক্রমে ঘটনায় কেউ আহত হয়নি। সবাই সুস্থ আছি।’ চূড়ান্ত অব্যবস্থার আরও নিদর্শন মিলেছে একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর জানিয়েছে, খেলা চলাকালীন প্রায়শই মিডিয়া বক্সে বিদ্যুৎ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন সাংবাদিকরা। কিন্তু ৫০ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়াম ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় কর্মকর্তাদেরও ঘটনায় কিছু করার ছিল না।

Bootstrap Image Preview