Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদের নেতৃত্বে ইসির সঙ্গে সম্মিলিত জোটের বৈঠক শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দ।

বুধবার বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, শাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু এমপি, শুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মসিউর রহমান রাঙ্গা এমপি, শফিকুল ইসলাম সেন্টু।

এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি বৈঠকে অংশ নিয়েছেন।

এ ছাড়া বিকাল ৪টায় আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

এর আগে ৩ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছাতে ইসিকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। পরে ৫ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে যান আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকউল্লাহ বুলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নঈম জাহাঙ্গীর।

Bootstrap Image Preview