Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিমের প্রতিকৃতিতেই উত্তর কোরিয়ার পরিবর্তনের দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে দেশের একজন মহিমান্বিত ব্যক্তিত্ব হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে প্রথম সরকারি প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। উত্তর কোরিয়ায় কিমের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে এ ছবি তার এক উল্লেখযোগ্য প্রমাণ। এ পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের প্রতিকৃতি এখন জনসম্মুখে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, এর মধ্য দিয়ে কিম নেতৃত্বের জায়গাটিতে প্রতীকীভাবে তার বাবা এবং দাদার সমান গুরুত্ব পাচ্ছেন।

গত ৪ নভেম্বর রোববার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলের সফরের সময় তার এবং কিমের বিশাল দুটি প্রতিকৃতি পাশাপাশি রাখা হয় পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে।

ছবিতে দেখা যায়, কিম বাম দিকে সোজা তাকিয়ে হাসছেন। তার পরনে রয়েছে পশ্চিমা ফ্যাশনের স্যুট ও টাই।

 

Bootstrap Image Preview