Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইনে অনুমোদন দিলেন নেতানিয়াহুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১১:১৩ AM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে ইসরাইলি সেনা বা বেসামরিক নাগরিকদের হত্যার ক্ষেত্রে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া সহজ হবে। খবর টাইমস অব ইসরাইলের

রবিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খসড়ায় অনুমোদন দেন। বিলটি এখন পার্লামেন্টে পাস করানো হবে।

১৯৬২ সালে ইসরাইলি আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও এই আইনে মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। খসড়ায় বিরোধীদের পরামর্শ এই আইন প্রত্যাখ্যান করা হয়েছে। এই আইনের ফলে মৃত্যুদণ্ড দেওয়া সহজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আইনে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বেসামরিক ও সামরিক আদালতের যৌথ সম্মতির বিষয়টি বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের উদ্দেশে জানিয়েছেন, খসড়া প্রস্তাবে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকেও বিলটি বন্ধ করা ঠিক হবে না। গত জানুয়ারি থেকে বিলটি স্থগিত ছিল। এখন সেটি পার্লামেন্ট নেসেটে পাস করানোর উদ্যোগ নেওয়া হবে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান জানিয়েছেন, তাদের দল জোট সরকারে থাকবে কিনা তা এই বিলটির ওপর নির্ভর করে। এজন্য বিলটি পাসে তারা চাপ দিয়েছিলেন। প্রায়ই ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনা ঘটে।

তখন ইসরাইল জানায়, সেনাবাহিনীর ওপর হামলা চালানোর কারণেই পাল্টা হামলা চালানো হয়। হামলার দায়ে অনেক ফিলিস্তিনিকে ইসরাইলি জেলে আটক রাখা হয়েছে।

Bootstrap Image Preview