Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১০:১১ AM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১০:১১ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে আসতে থাকা প্রাথমিক ফলাফলে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে চিন্তায় ডেমোক্র্যাটরা। কারণ তাদেরকে নিয়ন্ত্রণ নিতে হলে ২৩টির বেশি আসনে জিততে হবে। আর সিনেটের ৩৫টিতে ভোট হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ আসনই ডেমোক্র্যাটদের। ফলে এগুলোতে তো জিততেই হবে। আবার অতিরিক্ত আরো আসনে জয় পেতে হবে।

রিপাবলিকানরা দু’টি কক্ষেরই বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ফলে তাদের সেই আসন ধরে রাখতে হবে। আসন হারালে বিপদে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অনেক কঠোর নীতি বাতিল হয়ে যেতে পারে।

Bootstrap Image Preview