Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ বছরেও নিঃশেষ হয়নি তালেবান, যুদ্ধে কখনোই জিতবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:২০ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগান যুদ্ধে কখনোই জিতবে না যুক্তরাষ্ট্র। তালেবানদের সাথে যুদ্ধে দেশটির সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার শুরু হয়েছে।

কিছু দিন আগের এক জরিপে দেখা যায় আফগানিস্তানের ৬৬ শতাংশ এলাকায় তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। দেশটিতে ১৬ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছে। এ সময়ের মধ্যে ব্যয় হয়েছে ১০০ বিলিয়ন ডলার।

বিবিসি তাদের এক সমীক্ষায় দেখাচ্ছে বেশিরভাগ জনগোষ্ঠীর বাস তালেবান নিয়ন্ত্রিত এলাকায়। সেখান থেকেই তাদের যুদ্ধ পরিচালনা থেকে সব রকমের কার্যক্রম পরিচালনা করছে।

২০১১ সাল পর্যন্ত আফগানিস্তানে এক লাখ সেনা থাকলেও বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতারোহণের পর সেনাবাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত আরও ১০০০ সেনা পাঠানোর জন্য সুপারিশ করা হয়েছে।

সিনিয়র সম্পাদক কৃষ্ণাব ক্যালামুরের মতে, বর্তমানে আফগানিস্তানে আফিম উৎপাদনের রেকর্ড যে কোনো সময়ের চেয়ে বেশি। তালেবানরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

‘ইউএস অ্যাফর্টস টু কাউন্টার টেররিজম ইন সাউথ এশিয়া’ বইয়ের পর্যবেক্ষণে কয়েকটি প্রশ্ন করা হয়েছে, যা ছিল খুবই যুক্তিসঙ্গত। ওই বইয়ে জানতে চাওয়া হয়েছে, ‘মার্কিন নীতিনির্ধারকরা এখনো আফগানিস্তানে কেন অবস্থান করছে, সেখানে আমেরিকার যুক্তিগ্রাহ্য কী স্বার্থ রয়েছে এবং যুদ্ধ কিভাবে শেষ হবে?’

গত বছরে আফগানিস্তানে মোতায়েন এক মার্কিন শীর্ষ কমান্ডার বক্তব্যে এসব প্রশ্নের উপসংহার টেনেছেন এভাবে, ‘আফগানিস্তানের দ্বন্দ্ব-সংঘাতের সমাধান তো হয়নি, এটা এখনো চলমান রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা সুনির্দিষ্ট করে বলতে অসমর্থ যে, তার বাহিনী প্রকৃতপক্ষে কী অর্জন করতে যাচ্ছে।

আমেরিকার সঙ্গে ১৬ বছরের যুদ্ধে তালেবানরা টিকে গেছে। তারা যে কোনো অবস্থার মোকাবেলা করতে সক্ষম। কারণ হিসেবে ধরা হয় ১৬ বছরে আমেরিকার সেনারা তালেবান যোদ্ধাদের নিঃশেষ করতে পারেনি। তারা তাদের যুদ্ধের জন্য প্রতিনিয়ত যোদ্ধা জুগিয়েছে। মূলত আগের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

লরেল ম্যুলার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে বলেছেন, ‘বাস্তবভিত্তিক প্রস্থান কৌশলটি প্রণয়ন করে আলাপ-আলোচনার মাধ্যমে আফগানিস্তান থেকে বের হয়ে আসাই মার্কিনিদের জন্য সমাধান।’

কারণ হিসেবে তিনি মনে করছেন, মার্কিন বাহিনী পাকিস্তানের ভূমিকে তাদের রসদ সরবরাহে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। এটা খুবই সস্তায় করা য়ায়। পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার না করে অন্য কোনো উপায়ে আফগানিস্তানে রসদ ও অন্যান্য সরবরাহ নিয়ে গেলে প্রচুর খরচ হয়।

বিশ্লেষকদের মতে আফগানিস্তানে আক্রমণ করতে হলে পাকিস্তানকে লাগবে। ট্রাম্প যেভাবে পাকিস্তানকে হুমকি দিয়েছেন তাতে ক্ষতি ছাড়া উপকার হয়নি। কারণ হিসেবে দেখা গেছে পাকিস্তানের সঙ্গে চীনের রয়েছে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমন সময়ে আমেরিকা যদি পাকিস্তানকে কিছু করতে হয়, তাহলে চীনকে মাথায় রেখে করতে হবে।

Bootstrap Image Preview