Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৭:৩৩ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

‘মাদক নয়, খেলা করো, সুস্থ-সুন্দর জীবন গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

সোমবার (৫ নভেম্বর) বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অসংখ্য ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল মোমিন আলীর সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. জলিল প্রামানিক, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান উপস্থিত ছিলেন।

খেলায় অংশগ্রহণ করে আদগ্রাম ফুটবল একাদশ বনাম তালশো ফুটবল একাদশ। আদগ্রাম ফুটবল একাদশ ১-০ গোলে তালশো ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

পরে ওইদিন সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশে যুবসমাজকে নেশার কবল থেকে ফিরিয়ে এনে খেলাধুলার প্রতি মনোযোগী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে স্থানীয় নেতারা জানান।

Bootstrap Image Preview