Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে আট মাদকসেবীকে ৬ মাসের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:২৭ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:২৭ PM

bdmorning Image Preview


অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের ৮ জন মাদকসেবীকে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে জেল প্রদান করেন।

এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার জোয়াড়ি আটঘরি স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার ময়েনউদ্দিন সেখের ছেলে চাঁদ সেখ (২৬), পাশ্ববর্তী ভবানীপুর পাবনাপাড়া গ্রামের মৃত বরকত আলী সরদারের ছেলে জয়েন ফকির (৬৫), আনোয়ার সেখের ছেলে শেখ রুবেল আকন্দ (২৭), রান্টু প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (২২), মৃত হযরত আলীর ছেলে ছানোয়ার হোসেন (৫০),  বাহিমালী দক্ষিনপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সিরাজ (৩০), রহিম সরকারের ছেলে নয়ন সরকার (২৪) ও বলিদাঘাটি গ্রামের মৃত আজাহার খন্দকারের ছেলে শাহ আলম (৫০) আটক করা হয়। 

পরে মাদকদ্রব্য ব্যবহার ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর জেলা পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

 

Bootstrap Image Preview