Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানের সেনা চৌকিতে ফের তালেবান হামলা, নিহত ১৩!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে সোমবার সকালে তালেবানের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সেনা ও পুলিশের যৌথ এক চেক পয়েন্টে তালেবান হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য। এসময় আহত হয়েছে আরও চার সেনাসদস্য।

জঙ্গি গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গত অক্টোবরে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে গজনী একমাত্র প্রদেশ যেখানে নিরাপত্তাজনিত কারণে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী জানান, সেনা ও পুলিশে চৌকিতে তালেবান হামলায় আফগান সামরিক বাহিনী ও পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ছয় তালেবান সদস্যও নিহত হয়।  এছাড়া ১০ তালেবান সদস্য আহত হয়েছে।

উল্লেখ্য যে, এবছরের ১০ আগস্ট আফগানিস্তানের গজনিতে আরো একবার তালেবানরা জঙ্গিরা হামলা চালিয়েছে। মধ্যরাতে ঐ হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ সেনা। এছাড়া ২০ সেনাসহ আহত হয়েছেন আরও শতাধিক। গজনী শহরের হাসপাতালের কর্মকর্তা বাজ মোহাম্মদ হেমাত এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview