Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাাবিতে পিএসএস বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা 

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের (পিএসএস) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের  এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের সদ্য বিদায়ী শিক্ষার্থীদের  সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পিএসএস সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক ড. জায়েদা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,  বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন রাষ্ট্র বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন ৬ দফা দাবি উত্থাপন করা হয় তখন রাষ্ট্র  বিজ্ঞানীদের বিরাট ভূমিকা ছিল। এসময় তিনি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক মোজাফেফর আহমেদ চৌধুরী, অধ্যাপক আব্দুর  রাজ্জাক, অধ্যাপক রওনক জাহান এর অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক ড. নজরুল ইসলাম, সহকারী  অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালাম, মো. এমদাদুল হক, মাহবুব আলম,  শাকিল ভূঁইয়া প্রমুখ। 

এসময় প্রথম ব্যাচের শিক্ষর্থী নূরুল ইসলাম, পিএসএস সোসাইটির জিএস সৌরভ চক্রবর্তী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফয়সাল আহমেদ এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের মুনিয়া বেগম বক্তব্যে রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Bootstrap Image Preview