Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


সিলেট প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুনকে আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) বেলা ১২টায় একটি ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে হাজির করা হয় তাকে। জামিন প্রার্থনা করলে বিচারক মোহাম্মদ জাকির হোসেন জামিন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার বাগুয়া গ্রামের চার সন্তানের জননী বাদী হয়ে নিজ কার্যালয়ে সেলাই মেশিন দেয়ার কথা বলে ডেকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছিলেন।

ওই মামলায় উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের আগাম জামিন নেয়ার পর উপজেলা চেয়ারম্যান সোমবার  নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নিতে যান।

আসামিপক্ষে মামলা পরিচালনাকারী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী বলেন, ওই সময় ওই মহিলাকে কৌশলে চাপে ফেলে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করায়, পরবর্তীতে ওই মহিলা ডাক্তারী পরীক্ষাই করাতে রাজী হননি এমনকি ওই মহিলা নিজেও ইতিপুর্বে আদালতে হাজির হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ লিখিত আকারে অস্বীকার করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল’র রাষ্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট নান্টু রায় চেয়ারম্যান হারুনের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেন।

এ দিকে মামলা দায়েরের পরপরই চেয়ারম্যান হারুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেছিলেন, সবই সাজানো নাঠক। মামলায় ঘটনার যে সময় উল্ল্যেখ করা হয়েছে সেই সময় আমি উপজেলার ভাদেরটেক এলাকায় হাজারো লোকজনের উপস্থিতিতে একটি সালিস বৈঠকে ছিলাম।

Bootstrap Image Preview