Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বন্দরে সোয়া ২ কোটি টাকার চালান আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৬:১১ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৬:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বন্দরে একটি কাপড়ের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মেয়েদের ব্লেজার তৈরির ব্যবহৃত কাপড়ের ঘোষণা দিয়ে আসবাবপত্র বিশেষ করে সোফা, ডিভান তৈরির কাপড় আমদানি করায় বন্দরে একটি চালান আটক করেছে।

গোপন সংবাদ থাকায় গত ৩০ অক্টোবর চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আমদানিকারক লিল্যাক ফ্যাশন ওয়ার লিমিটেডের পলেস্টার সিনাইল ফ্রেবিক্স ঘোষণায় আনা চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়েছে। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট পিলিকানস লিমিটেড।

কায়িক পরীক্ষায় দেখা যায়, চালানটির শুল্কায়ন যোগ্য মূল্য ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ১ কোটি ৪ লাখ ৯ হাজার ৩২৮ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানের মূল্য দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ ৩৮ হাজার ৫৯৩ টাকা। ন্যায্য নির্ণয়সহ করাদি আদায়ের জন্য প্রতিবেদন কাস্টম হাউসে পাঠিয়েছে অধিদফতর।

Bootstrap Image Preview