Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেলের দায়িত্ব গ্রহণ

মিনহাজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৩৪ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৩৫ PM

bdmorning Image Preview


সিলেটের  গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল দায়িত্বভার গ্রহণ করেছেন।  

গতকাল রবিবার শপথ গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। সকাল ১০টায় বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। এসময় উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব, স্থানীয় সরকার  বিভাগের পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল  ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

এসময় গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল  আহাদ, পৌর  প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর ফজলুল আলম, জহির উদ্দিন সেলিম, রুহিন আহমদ খান, জানাল আহমদ জামাল, মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, সাংবাদিক সজলু লস্কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ মতি, সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ, যুব নেতা এনায়েত করিম খোকন, ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন, সাইকুজ্জামান চৌধুরী শিমু, ছালিক আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে শপথ গ্রহণ শেষে পৌরসভার কন্ফারেন্স হলে নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলকে নিয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরবৃন্দ। এসময় আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল দায়িত্ব সমঝিয়ে দেন নব-নির্বাচিত মেয়র  আমিনুল ইসলাম রাবেলকে। পরে নতুন মেয়র কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে পৃথক বৈঠকে মিলিত হন।

উভয় বৈঠকে মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, পৌরসভা নিয়ে এতদিন মানুষের মধ্যে যে অবিশ্বাস ছিল আমি সবাইকে সাথে নিয়ে কাজের মাধ্যমে তা দূর করতে চাই।

বিকেল ৪টায় পৌরসভা মাঠে পৌর পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও কাউন্সিলর ফজলুল আলমের পরিচালনায় মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, জামিল আহমদ, সমাজসেবী ওয়েছুর রহমান, ফখরুল  ইসলাম শাকিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 

Bootstrap Image Preview