Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে গ্রামে জন্মের পরপরই মেয়ের বিয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:১৪ AM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১০:১৪ AM

bdmorning Image Preview


কেনিয়ার ওরোমা সম্প্রদায়ের বাবা-মায়েরা তাদের কন্যাদের জন্মের পরপরই বিয়ে দেন।  কন্যাদের জন্মের পরপরই বিয়ে দেয়ার এই প্রথাটির নাম দেয়া হয়েছে ‘দারারা’।  এই দারারা প্রথা শত বছর ধরে ওরোমা সম্প্রদায় সমাজে চলছে। 

এদিকে ১৩ বছর বয়সি বর ইব্রাহিমকে তার বাবা বিয়ে দেন  ১৩ ঘণ্টাও হয়নি এমন সদ্যোজাত এক মেয়ে শিশুর সঙ্গে। মেয়ে শিশুটির হাতে গাছের লতা পরিয়ে দেয়ার মধ্য অনুষ্ঠিত হয় তাদের বিয়ে।     

সদ্যোজাত কন্যার বিয়ে প্রসঙ্গে বাবা আব্দি আদোনা বলেন, এখন থেকে আমার মেয়ে বড় হতে থাকবে আর ইব্রাহিমের জন্য অপেক্ষা করবে। আমি মরে গেলেও ইব্রাহিম ছাড়া অন্য কেউ তাকে বিয়ে করতে পারবে না।  এটাই আমাদের নিয়ম।
 
আদোনা আরও জানান, সদ্যোজাত কন্যার বিয়ে দেয়ায় এখন থেকে তার দিকে আর কেউ তাকাবে না। আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হলো। তার কোনো বিপদ হলে দুই পরিবারই এগিয়ে আসবে। উভয় পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় হবে। কিসে মেয়ের ভাল হবে সেটা বাবাই ভাল বোঝেন।  বাবার ইচ্ছাই মেয়ের ইচ্ছা।
 
কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের তানা নদীর তীরে ওরোমা সম্প্রদায়ের বসবাস। এ সম্প্রদায়ের একটি বড় অংশ ইসলাম ধর্মের অনুসারী।

Bootstrap Image Preview