Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শোভাবর্ধন বৃক্ষ ছায়া কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:১৮ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:১৮ PM

bdmorning Image Preview


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কের উভয় পাশে শোভাবর্ধণের জন্য লাগানো বৃক্ষ ছায়া গাছ কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা।

রবিবার গভীর রাতে গাছ কাটার সময় খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তরা দুটি গাছ কাটা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এছাড়াও ৩ নভেম্বর শনিবার দিনে দুপুরে বাইশারী-ঈদগড় সড়কের হাজিরপাড়া ও ফরেষ্ট অফিস সংলগ্ন সড়কে প্রায় অর্ধশতাধিক সরকারি গাছ কেটে সাবাড় করে ফেলেছে। এরই মধ্যে কিছু কিছু গাছ কাটার পর অন্যত্র সরিয়ে ফেলারও অভিযোগ উঠেছে।

উক্ত ঘটনায় বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম অন্যান্য ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছানোর পর দুর্বৃত্তরা পালিয়ে গেলেও শোভাবর্ধন গাছগুলো কাটা অবস্থায় তারা রেখে যায়। ঐসময় ইউপি চেয়ারম্যান স্থানীয় লোকজন নিয়ে গাছ গুলো জব্দ করে পরিষদের জিম্মায় নিয়ে আসে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন, বাইশারী-ঈদগড় সড়কের উভয় পাশে সরকারি অর্থায়নে শোভাবর্ধণের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে গাছগুলো লাগানো হয়েছিল। কিন্তু কিছু অসাধু কাঠ চোরাকারবারীরা প্রতিনিয়ত শোভাবর্ধন গাছগুলো রাতের আঁধারে কেটে পাচার করে আসছে। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত শনিবার (৩ নভেম্বর) বাইশারী-ঈদগড় সড়কের হাজির পাড়া ও ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুটি ও তার লাগানোর কাজ করছিল পল্লী বিদ্যুতের লোকজন। তারা বিদ্যুতের খুটি ও তারের সাথে লাগানো কিছু কিছু গাছের ঢাল-পালা কর্তন করছিল। ঐ সুবাধে স্থানীয় বাসিন্দা হাজির পাড়ার সমাজপতি নামধারী ও বিদ্যুতায়নের সহযোগী হিসেবে পরিচিত হাজি মোক্তার আহমদের নির্দেশে শোভাবর্ধন গাছ গুলো কেটে ফেলার কথা স্বীকার করেছেন স্থানীয়রা। এছাড়া ইউপি সদস্য নুরুল আজিমও ঘটনার বিষয়ে হাজী মোক্তারের নির্দেশে সরকারী গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে জানান।

স্থানীয় বাসিন্দাদের গাছ কাটার বিষয়ে অভিযোগের তীর হাজী মোক্তারের দিকে। তবে হাজী মোক্তার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি শুধুমাত্র বিদ্যুাতায়নের লোকজনের সহযোগীতা করেছি। গাছ কাটার জন্য কাউকে বলি নাই।

বিদ্যুতের কাজে নিয়োজিত ফোর-ম্যান মোঃ শামিম জানান, তিনি তার লোকজন দিয়ে বিদ্যুৎ খুটি ও তারের উভয় পাশের ঢাল-পালাগুলো কেটেছেন। কাউকে কাছ কাটার জন্য বলা হয়নি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন ভূঁইয়া জানান, সরকারি অর্থায়নে নাইক্ষ্যংছড়ি এলজিইডি কর্তৃক বাইশারী-ঈদগড় সড়কের উভয় পাশের সড়কের শোভাবর্ধণের বৃক্ষ ছায়া হিসেবে গাছগুলো লাগানো হয়েছিল। দুর্বৃত্তরা গাছগুলো কেটে নেওয়ার বিষয়ে তিনি মোবাইল ফোনে জানতে পারেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরজমিনে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও মুঠোফোনে জানান তিনি।

Bootstrap Image Preview