Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় যুব পুরস্কার পেলেন মনোহরদীর মাসুদ সরকার

বাকি বিল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


বেকার যুব সমা‌জের জন্য কা‌রিগ‌রি প্র‌শিক্ষণ ও কর্মসংস্থা‌নের সু‌যোগ সৃ‌ষ্টি‌তে উ‌ল্লেখ‌যোগ্য অবদা‌নে জন্য জাতীয় যুব পুরস্কার-২০১৮ পেয়েছেন নর‌সিংদী জেলার ম‌নোহরদী থানার বীর অাহম্মদপুর গ্রা‌মের মাসুদ সরকার।  

শনিবার (০৩ নভেম্বর) বিকালে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে মাসুদ সরকারের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোঁজ নিয়ে জানা যায়,  মাসুদ সরকার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাই বোনের সংসারে তার লেখাপড়ার খরচ চালিয়ে নেয়ার মত অবস্থা তার বাবার ছিল না। এস.এসি.সি পরীক্ষার সময় ফরম পূরণের জন্য তার টাকা ছিলো না। এক আত্বীয়ের সহযোগিতায় ফরম পূরণ করে কৃতিত্বর সাথে মানবিক বিভাগ থেকে এস.এস.সি পাশ করেন।

পরবর্তীতে প্রাইভেট পড়িয়ে এসইচ.এস.সি ও লজিং থেকে স্নাতক পাশ করেন। এদিকে পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্ব নিতে হয়। শুধু প্রাইভেট পড়ানোর টাকায় সংসার চলোনো কষ্টকর, তাই চাকরির পিছনে ছুটতে থাকেন। সেখানে ব্যর্থ হয়ে যুব উন্নয়ন অধিদপ্তর হতে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে নিজের জমানো ৫ হাজার টাকা এবং যুব উন্নয়ন অধিদপ্তর হতে ৫০ হাজার টাকা যুব ঋন গ্রহণ করে মোট ৫৫ হাজার টাকা দিয়ে ২০০১ সাথে ঢাকার বাড্ডায় স্টার কম্পউটার এন্ড ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

পরবর্তীতে প্রকল্প আরো সম্প্রসারণ করে ফটোকপি, কম্পোজ, প্রিন্টিং, ই মেইল, সাবাসহ স্টেশনারি আইটেম বিক্রি শুরু করেন। ২০১৫ সাথে টাইন্ড স্টার আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে শিক্ষক শিক্ষিকাসহ মোট ১৬ জন মাসিক বেতনে কর্মরত রয়েছেন। তার বর্তমান মূলধনের পরিমাণ প্রায় ৪৪ লক্ষ টাকা।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখায় ২২ জন এবং পাঁচজন সফল যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে বিভিন্ন ক্যাটাগরিতে টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।  

Bootstrap Image Preview