Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বশেমুরবিপ্রবি'তে সুষ্ঠভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান ২০১৮-২০১৯ এর চারটি ইউনিটের (ডি,ই,এফ,জি,) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ২-১১-১৮ ও ৩-১১-১৮ তারিখে সকাল ১০-১১ টা আর দুপর ৩-৪ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির (যোগাযোগ) সদস্য ও সি এস ই বিভাগের প্রভাষক মোঃমনোয়ার হোসেন এর সাথে কথা বলে জানা যায়, এ বছর প্রায় ৩১০০+ সিটের বিপরীতে প্রায় ১ লাখ ৩ হাজার ৯৯৪ জন অনলাইনে আবেদন করেছে। গড়ে প্রতি আসনে প্রায় ৩৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দূর থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকা, খাওয়া, সার্বিক সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে বলে জানান তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলার এসোসিয়েশন ও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। কোন লিখিত কমিটি না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিক্ষার্থীদের ঠান্ডা পানির ব্যবস্থা, আবাসন সমস্যার সমাধান করা, যানযট নিরুসন, র‍্যাগিং প্রতিরোধ, বাইক সার্ভিস এর ব্যবস্থা করেন। তাদের এ কর্মকাণ্ডে মুগ্ধ অভিভাবকরা।

রংপুরের এক ভর্তি পরীক্ষার্থী দিনাত জান্নাতের অভিভাবক বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে পরীক্ষা শেষ করার জন্য।

বশেমুরবিপ্রবি এক সক্রিয় কর্মী বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আমাদেরই ভাই বোন। তাদের যাতে কোন সমস্যা না হয় সে জন্য আমরা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সর্বদা ক্যাম্পাসে থাকব। কেউ কেন্দ্র ভুল করলে তাদের জন্য বাইক সার্ভিস এর ব্যবস্থা আমরা করেছি। অভিভাবকদের জন্য আলাদা বসার স্থান করেছি এবং কেউ যাতে পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি ভাড়া না নিতে পারে সে জন্য আমরা রাস্তায় চেকিং এর ব্যবস্থা করেছি।

উল্লেখ্য যে, ২০০১ সালের ১৩ই জুলাই প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তির দিক দিয়ে বাংলাদেশের ৪র্থ বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। আগামী ৯-১১-১৮ ও ১০-১১-১৮ তারিখে বাকি ইউনিটগুলোর (এ,বি,সি,এইচ,আই) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview