Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় পৌর আ'লীগের ঐতিহাসিক জেলহত্যা দিবসের আলোচনা সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


আব্দুল ওহাব বাবলু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছায় পৌর আওয়ামী লীগের ৩ নভেম্বর জাতীয় ৪ নেতার ঐতিহাসিক জেলহত্যা দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল শনিবার সকালে জিরো পয়েন্টস্থ জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ে পৌর আ'লীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ'লীগ সদস্য আনোয়ারুল ইকবাল মন্টু।

পৌর সংগঠনের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আ'লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুল ওহাব বাবলু, আলহাজ্ব হারুনুর রশীদ হিরু, আজু গোলদার, মোঃ শাহাজান কবির, মুকুন্দ বিহারী মন্ডল, জুলি শেখ, ফারদিন রায়হান জিতু, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, সিরাজুল, আমিরুল, মিনু মিস্ত্রী প্রমুখ।

অপর দিকে, পাইকগাছার সোনাদানা ইউপির বেতবুনিয়া ঘাটে ৩ নভেম্বর জাতীয় ৪ নেতা হত্যার ঐতিহাসিক জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোলাদানা আ'লীগের ডাকে শনিবার বিকেলে ইউনিয়ন আ'লীগ নেতা আয়ুব আলী গাজীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সংগঠনের সাবেক নেতা প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী।

আ'লীগ নেতা বিমল সরকারের পরিচালনায় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চানন সানা, আমিনুল ইসলাম, সায়েদ আলী মোড়ল কালাই, এসএম শাহাবুদ্দীন শাহিন, রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য রাজেশ মন্ডল প্রমুখ।


 

Bootstrap Image Preview