Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় জেলহত্যা দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১০:০০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১০:০০ PM

bdmorning Image Preview


মাটিরাঙ্গা প্রতিনিধি:

গভীর শোক আর শ্রদ্ধায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জেলহত্যা দিবস পালিত হয়।

শনিবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: হুমায়ন মোর্শেদ খান। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এইদিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারিদের শাস্তির আওতায় আনতে হবে এবং খুনিদের যারা দেশের বাহিরে আছে তাদেরকে দেশের মাটিতে এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।

সভায় বক্তারা ১ নভেম্বর আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাশ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন খোন্দকার।

 

সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:আলী হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো:রকিবুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:আমির হোসেন রাকিব, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি মো: মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো:সাহাদাত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো:হারুন মিয়া, পৌর ছাএলীগের সাধারণ সম্পাদক মো:তসলিম উদ্দিন রুবেল অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview