Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় ১৮ কোটি টাকার ৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৪০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৪০ PM

bdmorning Image Preview


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় ১৮ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) দিনব্যাপী এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে- উপজেলা সদরে অবস্থিত ডিমলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, খগাখড়িবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, নাউতারা স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন এবং এলডিইডি’র অর্থায়নে নাউতারা নদীর উপড় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি আফতাব উদ্দিন সরকার বর্তমান সরকারের আমলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview