Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম-দোহাজারী লাইনে আরো একজোড়া ট্রেন চালাচল শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে যাত্রী পরিবহনের সুবিধার্থে এক জোড়া নতুন ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার (৩ নভেম্বর) দুপুর ১টায় পটিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, মঈনুদ্দীন খান বাদল, নজরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ রেলওয়ের জিএম সৈয়দ ফারুক আহমেদ।

রেলওয়ে সূত্র জানায়, ১৯৫০ সালের দিকে দোহাজারী-চট্টগ্রাম রেললাইনে যাত্রীবাহী ৬ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। নানা অজুহাত ও লোকসানের কারণে ১৯৮০ সালে একযোগে তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে যাত্রীদের দাবির প্রেক্ষিতে নব্বইয়ের দশকে এক জোড়া ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

২০০০ সালের ১ অক্টোবর এ লাইনটি সংস্কার ছাড়াই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। বছরখানেক পর ২০০২ সালে ১৫ জানুয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তা বুঝিয়ে দেয়া হয়।

২০১৩ সাল থেকে এ লাইনে দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল শুরু হয়। সঙ্গে চলতো যাত্রীবাহী একটি ট্রেন। নতুন একজোড়া ট্রেন চালু হওয়ায় এখন যাত্রীবাহী ট্রেনের সংখ্যা তিনটিতে দাঁড়ালো।

এ দিকে এ লাইনে ট্রেন চালু হওয়ায় দক্ষিণ চট্টগ্রামবাসীর মাধে উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলছেন, দুটি ট্রেন চালু হওয়ায় যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

Bootstrap Image Preview