Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ৪৮ পরীক্ষার্থী

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:১৯ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:০৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ১টি পরীক্ষা কেন্দ্রের ১টি কক্ষে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ৪৮ পরীক্ষার্থী। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক নির্দেশনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শীলাব্রত কর্মকার কমিটির প্রধান এবং ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ভুপেন্দ্র নাথ মুখার্জী ও সহকারী শিক্ষা প্রকৌশলী সদস্য হিসেবে রয়েছেন। 

তদন্ত কমিটি ভুলপ্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও তদারকি অফিসারকে পরিবর্তন এবং পরীক্ষার দিন দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক সমিরউদ্দীন ও রেহেনা খানমকে কারণ দর্শানোর পত্র প্রদান করেছে। 

বৃহস্পতিবার (১নভেম্বর) জেএসসি পরীক্ষায় ৪৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা ভুলবশত ২০১৭ সালের সিলেবাস অনুযায়ী নেওয়া হয়। নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত (২০১৭ সালের) প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিভাবকগণ ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানান । 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করে।

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জেএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই কেন্দ্রের তদারকি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন আহম্মেদ।

শুক্রবার (২ নভেম্বর) তদন্ত সাপেক্ষে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব জিল্লুর রহমান ও তদারকি অফিসার সুমন আহম্মেদকে পরিবর্তনের নির্দেশ দেন। সেই সংগে পরীক্ষা হলের ১১৬নং কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে কারণ দর্শানোর পত্র প্রেরণ করা হয়।

ওই কেন্দ্রের বর্তমান কেন্দ্র সচিব হিসেবে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামলুল হক এবং পরীক্ষা তদারকি অফিসার থাকবেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান দায়িত্ব পালন করবেন বলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির প্রধান ও ঠাকুরগাও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার বলেন, প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। ইতিমধ্যে কেন্দ্র সচিব, তদারকি অফিসার এবং কক্ষ পরিদর্শনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, বালিয়াডাঙ্গী উপজেলার চারটি কেন্দ্রে ৫ হাজার ৬শ ৪৫ জন পরীক্ষার্থী এ বছর জেএসসি সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫০৯ জন, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১২৫৯ জন, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১৯৩৮ জন, সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে ৯৩৯ (মাদরাসা ও ভোকেশনাল) জন পরীক্ষার্থী।


 
 

Bootstrap Image Preview