Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোমবার থেকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প ও ব্যাংক খাতসহ অন্যান্য খাতে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান। নিষেধাজ্ঞা কার্যকর সোমবার থেকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এর আগে ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তেহরানের ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নেন। এবার সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।

এ নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়ন চীন, রাশিয়াসহ চুক্তির অন্য পক্ষগুলো কোনো ছাড় পাবে না বলে জানিয়েছেন পম্পেও।

Bootstrap Image Preview