Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে গুলির হুমকি ট্রাম্পের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১১:০৯ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১১:০৯ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে এবার গুলি করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত অতিক্রমকালে সেখানে মোতায়েন মার্কিন সৈন্যদের প্রতি যারা পাথর ছুঁড়বে তাদের প্রতি গুলি চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে আসা মধ্য আমেরিকার কয়েক হাজার অভিবাসীর একটি দল মেক্সিকো পুলিশের প্রতি ‘ভয়ঙ্কর ও হিংস্রভাবে’ পাথর নিক্ষেপ করেছে।

তিনি বলেন, ‘এ ধরনের আচরণ আমরা সহ্য করবো না। এভাবে আমাদের সৈন্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হলে এর পাল্টা জবাব দেয়া হবে।’

ট্রাম্প বলেন, ‘আমি সৈন্যদের একটি পাথরকে একটি রাইফেল হিসেবে গণ্য করতে বলেছি।’ ট্রাম্পের ভাষায় অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসনের প্রবেশ বন্ধে তাঁর বিতর্কিত নীতিমালা তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

Bootstrap Image Preview