Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জি-২০ সম্মেলনে দিকে দৃষ্টি ট্রাম্প-শির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৩:২৯ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংঘাত নিয়ে দেশটির নেতা শি জিনপিংয়ের সঙ্গে ‘অত্যন্ত আন্তরিক’ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা এ মাসের শেষের দিকে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের পরিকল্পনা নিয়েও কথা বলেন।

এ দুই ক্ষমতাধর নেতা এমন এক সময় ফোনালাপ করলেন যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে দুটির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘আমি সবেমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বললাম। আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হলেও আমরা বাণিজ্যের বিষয়টির ওপর বেশী জোর দিয়েছি। বাণিজ্য আলোচনা সুন্দরভাবে এগিয়েছে।’ এ সময় তারা বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের ‘আলোচ্য সূচি’ নিয়েও কথা বলেন বলে ট্রাম্প জানিয়েছেন।

এদিকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে আবারো কথা বলতে এবং তার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে পেরে অত্যন্ত আনন্দিত।

চীনের প্রেসিডেন্ট আরো বলেন, তিনি জি-২০ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।

শি বলেন, বাণিজ্য বিষয়ে মতবিরোধ উভয় দেশের শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব বাণিজ্যের ওপর ‘বিরূপ প্রভাব’ ফেলেছে। তিনি বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে চীন এমনটা দেখতে চায় না।’

উল্লেখ্য, ওই ফোনালাপে ট্রাম্প ও শি উত্তর কোরিয়ার বিষয়টি নিয়েও ভাল আলোচনা করেন।

Bootstrap Image Preview