Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিথ্যা বলে হাতেনাতে ধরা খেলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১১:৪৪ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১১:৪৭ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবার এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যম তাঁকে যেভাবেই উপস্থাপন করুক না কেন, তিনি যখনই পারেন সত্য বলার চেষ্টা করেন। কিন্তু মার্কিন গণমাধ্যম ও তাঁর বিরোধীদের অভিযোগ  ট্রাম্প সারাক্ষণ মিথ্যা বলেন। মিথ্যা বলে ও সত্য বিকৃত করে ট্রাম্প বহুবার হাতেনাতে ধরা খেয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চেষ্টা করি। আমি সব সময় সত্য বলতে চাই। যখনই পারি, তখনই সত্য বলি।’

মার্কিন গণমাধ্যম ও তাঁর বিরোধীদের আরো অভিযোগ, তাঁর নিজ দলের লোকজনও তাঁকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে। তবে সমালোচনায় কান না দিয়ে ট্রাম্প তাঁর স্বভাবসুলভ কাজ চালিয়ে যাচ্ছেন। সেই ট্রাম্পই এবার দাবি করলেন—তিনি সত্যবাদী।

বিশেষ করে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট ট্রাম্পের মিথ্যা-বিভ্রান্তিকর বিবৃতির খতিয়ান ধারাবাহিকভাবে তুলে ধরছে। পলিটিফ্যাক্ট ট্রাম্পের মিথ্যা বিবৃতির যে হিসাব রাখছে, তা এর মধ্যে ১১ পৃষ্ঠায় পৌঁছেছে।

Bootstrap Image Preview