Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ড পাওয়া আসিয়ার খালাসে উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৭ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মৃত্যুদণ্ডাদেশ পাওয়া খ্রিষ্টান নারী আসিয়া বিবিকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আর এতেই বিক্ষোভে রাস্তায় নেমে পড়েছে পাকিস্তানের হাজারো মানুষ ও বিভিন্ন ধর্ম সংগঠন। রাস্তাঘাটে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। আসিয়া বিবির খালাস কোনভাবেই মেনে নিতে পারছে না।

আন্দোলনরত এক ব্যক্তি বলেন, আমাদের নবীকে অবমাননা করা হয়েছে আমারা তার ফাঁসি চাই। কিন্তু পাকিস্তান সরকার তাকে খালাস দিয়ে দিল। আরেক বিক্ষোভকারী বলেন, যে এই রায় ঘোষণা দিয়েছে পাকিস্তানের মাটিতে তারও মৃত্যু দণ্ড দেওয়া হোক।

হাজারো মানুষের তীব্র আন্দোলনে ইতিমধ্যে দেশটির বহু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল গুলোতে জারি করা হয়েছে আলাদা সতর্কতা।

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান রাস্তায় নেমে আসা সকল বিক্ষোভকারীদের শান্ত থাকতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমি আন্দোলনরত সবাইকে বলতে চাই আপনারা দেশের ক্ষতি করবেন না। আপনারা যদি তা করেন তাহলে প্রশাসন তার উচিৎ জবাব দিবে।

অন্যদিকে পাকিস্তান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই এই পরিস্থিতির অবসান ঘটবে।

গতকাল বুধবার আসিয়া বিবির আপিল আবেদন গ্রহণ করে তাকে ধর্ম অবমাননার অভিযোগ থেকে মুক্তি দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইসলামাবাদের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার আসিয়ার আপিলের রায় পড়ে শোনান। সেখানে বলা হয়, ‘নিম্ন আদালত ও হাইকোর্টের রায় পরিবর্তন করে তাকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। তার দণ্ড প্রত্যাহার করা হলো।’

আসিয়া বিবির প্রতিবেশীরা তার বিরুদ্ধে নবী মোহাম্মদকে (সা.) অপমান করার অভিযোগ করে। এই অভিযোগে ২০১০ সাল আসিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Bootstrap Image Preview