Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:৩১ PM

bdmorning Image Preview


সারাদেশে ১০৬ টি উপজেলার সাথে দিনাজপুরের ফুলবাড়ীতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

ফুলবাড়ী উপজেলা চত্বরে উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসা আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম সুসান্ত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

Bootstrap Image Preview