Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপকে "গুরুত্বপূর্ণ পদক্ষেপ" বললেন জার্মান রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview


জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহানহোলজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টসহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির সাথে তার কার্যালয়ের সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাজনীতির গতিশীল পর্যায় সম্পর্কে রাষ্ট্রদূতকে ব্রিফ করেন।

রাষ্ট্রদূত ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রস্তাবিত সংলাপকে "গুরুত্বপূর্ণ পদক্ষেপ" হিসাবে স্বাগত জানান। তিনি আরো আস্থা প্রকাশ করেন যে, "নির্বাচন খুব ভাল হবে এবং প্রত্যেকেই অংশগ্রহণ করবে।"

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রশংসাপত্র পেশ করে নতুন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহানহোলজ। আজ সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সম্পর্কে গত ৩০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত যৌথ কার্যনির্বাহী গ্রুপের বৈঠকে অনুষ্ঠিত সাম্প্রতিক বিকাশসহ রাষ্ট্রদূতকে ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকটের শুরু থেকে রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য জার্মানিকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত জানায় যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসাবে জার্মানি আরও অনুদান দিবে করবে।

Bootstrap Image Preview