Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাপের মুখে নতিস্বীকার করে সংলাপে বসছে না আ’ লীগ: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৬:৩৬ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোনো চাপের মুখে নতিস্বীকার করে আওয়ামী লীগ সংলাপে বসছে না।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে সাংবাদিকদের এ কথা জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, এখানে আমাদের পার্টি সুপরিমো, আমাদের যে লিডার তিনি যে সিদ্ধান্ত নেবেন, তাই হবে। তিনি বলেছেন- আমরা তো কারও আন্দোলনের মুখে বা কারও চাপের মুখে সংলাপে বসতে যাচ্ছি না। এটি তো এমন না- দেশে একটি প্রতিবাদের ঝড়, দেশে একটি আন্দোলন মুখর অবস্থা, এ অবস্থায় সরকার নতিস্বীকার করে আমরা সংলাপে বসছি। বিষয়টি এই নয়।

তিনি বলেন, বিষয়টি হচ্ছে- ড. কামাল হোসেন ঐকফ্রন্টের পক্ষে থেকে আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, নেত্রী যেটি বললেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন, ক্যাবিনেট মিটিংয়ের পর, ইনফরমাল মিটিংয়ে, আমি চিঠিটি পৌঁছানোর পর, তিনি বিষয়টি আলাপ করেছেন। তিনি বলেছেন- আমার সঙ্গে যদি কেউ দেখা করতে চান, শেখ হাসিনার দরজা তো কারও জন্য বন্ধ হবে না। আমার দরজা খোলা আছে।

‘দেখা করতে চান, চিঠি দিয়েছেন, আমি দেখা করব, বিষয়টি এমন, বিষয়টি কারও চাপের কাছেও না।’

সংলাপটা সরকারের সঙ্গে নাকি আওয়ামী লীগের সঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সংলাপ হবে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ সভাপতির সঙ্গে। আওয়ামী লীগ সভাপতি নেতৃত্ব দেবেন, তারা চেয়েছেন আওয়ামী লীগের সঙ্গেই।

তিনি বলেন, আমি আমার দলের নেতারা, আমাদের সহকর্মী কিংবা ১৪ দল, আমরা একই ভয়েসে কথা বলি। আমরা আমাদের পলিসি সরকার ও দলের যা ছিল, তাই বলেছি। আমরা কিন্তু শিফট করিনি, এখানে শিফটের বিষয় আসেনি।

Bootstrap Image Preview