Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর ৪ প্রকল্পের উদ্বোধন

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন।   

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় এ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি শহরের ভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

প্রকল্পগুলো হচ্ছে, সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন, চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ডোমার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ ও প্রশিক্ষণ ভবন এবং উত্তরা ইপিজেড বেপজা পাবলিক স্কুল ও কলেজ। 

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, জেলাপ্রশাসক সার্বিক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার আশরাফ হোসেন, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন, উত্তরা ইপিজেডের জিএম এস এম আক্তার আলম মোস্তাফী, পল্লী বিদ্যুৎ সমিতি জিএম এবি মাহমুদ হোসেন প্রমুখ।  


 

Bootstrap Image Preview