Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রীর সংলাপ নিয়ে যা বললেন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


আজ সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণভবনে সংলাপে বসবে ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রী। সংলাপে ১৪ দলের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা ও ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এ দিকে এই সংলাপের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে তা সংবিধান অনুযায়ী মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন। শেখ হাসিনা তো পদত্যাগ করবেন না। তাই তাদের আলোচনা ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বিএনপির যা অবস্থা, তারা নির্বাচনে নাও আসতে পারে। বিএনপি এখন নেতৃত্বশূন্য একটি দল। খালেজা জিয়া জেলে, তারেক রহমান বাইরে।

তিনি বলেন, সব দল বলতে জাতীয় পার্টি এখন একমাত্র বড় দল। বাকিরা তো সব ছোট ছোট। ওদের দিয়ে নির্বাচন হবে না, সরকার গঠন হবে না।

৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপের বিষয়ে দলটির চেয়ারম্যান বলেন, যদি আলোচনায় বসি তাহলে প্রথম দাবি হবে, রংপুরের কোনো আসনে হাত দেবেন না। যেখানে লাঙ্গল থাকবে সেখানে নৌকা থাকতে পারে না।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সহকারী মেজর (অব.) খালেদ আকতার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান জাহাঙ্গীর, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview