Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন মন্ত্রিপরিষদ ও তথ্য সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম ও তথ্য সচিব আব্দুল মালেক আগামী এক বছরের জন্যে চুক্তি ভিত্তিক নিয়োগ পাচ্ছেন। তাদের এ নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তথ্য সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন। শীঘ্রই এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন বুধবার বলেন, ‘এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এটি জারি না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’

বিসিএস ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা শফিউল আলম ২০১৫ সালের ২৯ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান। ১৩ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নেয়ার আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। সেখানে যোগ দেয়ার আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ভূমি আপিল বোর্ড এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সাবেক যোগাযোগ মন্ত্রণালয়) অতিরিক্ত সচিবের দায়িত্বেও ছিলেন শফিউল। কর্মজীবনে রাজশাহী বিভাগীয় কমিশনার ছাড়াও মাগুরা ও ময়মনসিংহের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বে ছিলেন তিনি।

শফিউল আলম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজারের উখিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর উত্তীর্ণ শফিউল যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

সূত্র আরও জানায়, তথ্যসচিব আবদুল মালেকও আগামী ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন। ৩১ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা আবদুল মালেকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তথ্য মন্ত্রণালয়ের আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন।

Bootstrap Image Preview