Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নববধূর মনে ফুলশয্যার রাতে তাড়া করে যে ৬ ভয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:৫৮ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১২:০৫ PM

bdmorning Image Preview


ফুলশয্যার রাত নিয়ে পুরুষের মাঝে যেমন কাজ করে প্রবল উত্তেজনা, নারীর মাঝে কাজ করে ঠিক তেমনি ভয়।

চলুন জেনে নেওয়া যাক সেই ভীতির কথা-

চারদিকে নতুন মানুষঃ

শ্বশুরবাড়িতে প্রায় সবাই নতুন। সবার সঙ্গে সম্পর্ক তৈরি করার পালা শুরু হয়ে যায় বিয়ের প্রথম রাত থেকেই। আর তাই বিয়ের রাতে শ্বশুরবাড়ির প্রায় সবকিছু নিয়েই ভাবতে থাকেন মেয়েরা।

যৌন মিলনের ভয়ঃ

বিয়ের সঙ্গে জড়িয়ে আছে যৌন সম্পর্কের বিষয়টা। সাধারণত বিয়ের আগে মেয়েরা ভার্জিনই থাকেন। ফলে নিজের জীবনের প্রথম যৌন মিলনের ব্যাপারটি নিয়ে শঙ্কা হওয়াটাই স্বাভাবিক।

জন্ম নিয়ন্ত্রণঃ

কোনও নারীই চান না বিয়ের প্রথম রাতেই গর্ভবতী হয়ে যেতে। কিন্তু প্রথম রাতেই বরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা অস্বস্তিকর। তাই বলাই বাহুল্য নার্ভাস হয়ে পড়েন নারীরা বিষয়টি নিয়ে।

আরেকজন মানুষের সঙ্গে নিরিবিলি জীবনঃ

একই কামরায় দুজনে নিরিবিলি জীবন-যাপন করতে হবে৷ একসঙ্গে কাটাবেন জীবনের বাকি রাতগুলো। কী হবে, কেমন হবে ইত্যাদি নিয়ে সব নারীই অনেক কিছু চিন্তা করে ফেলেন।

কেমন দেখাচ্ছে আমাকেঃ

প্রত্যেক নারীই চান বিয়ের প্রথম রাতে তাকে অপ্সরার মত দেখতে লাগুক। আর তাই বরের চোখে ভালো লাগছে কি-না এ বিষয় নিয়ে শঙ্কায় ভোগেন প্রায় সব নারী।

পরের দিন সকালটা নিয়ে ভাবনাঃ

নতুন একটি মানুষের সঙ্গে শুরু হবে পরের দিনটি। লজ্জা, জড়তা, অস্বস্তি সবকিছু মিলিয়ে একটি নতুন জীবনের যাত্রা। তাই পরের দিন সকাল নিয়ে ভাবেন প্রায় সব নারী। কোন কাজটি কীভাবে করবেন এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগেন তারা।

Bootstrap Image Preview