Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে শান্তি পূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৫ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৫ AM

bdmorning Image Preview


রায়হান শোভন।।

দেশের অন্যান্য জেলার মত নারায়ণগঞ্জে ও শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। অনেকটা শান্তিপূর্ণভাবে চলছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। ৩টি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০-৪০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা গেছে। পরীক্ষা শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি কোন কেন্দ্র

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারাদেশের মতো নরায়ণগঞ্জেও ৩টি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলছে। এর মাঝে ২৫টি কেন্দ্রের ১৭৭ টি ভেন্যুতে জেএসসি ও ৯টি কেন্দ্রের ৭৫ টি ভেন্যুতে জেডিসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।

গতবছরের তুলনায় নারায়নগঞ্জে পরীক্ষার্থীর সংখ্যা এবার একটু বেড়েছে। এবার জেএসসি পরীক্ষায় ৪৪২২১ জন শিক্ষার্থী এবং জেডিসি পরীক্ষায় ৩৮৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা। এছাড়াও আরো ১১ টি কেন্দ্রে কারিগরি পরীক্ষায় ১৬৯৮ জন শিক্ষার্খী পরীক্ষা দেওয়ার কথা। আগের বছর ২০১৭ সালে নারায়ণগঞ্জ জেলায় ৪৪ হাজার ২ শত ৮৬ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহম্মদ মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই এখানে। আমাদের সর্বোচ্চ নিরাপত্তাও সতর্কতা রয়েছে প্রতিটি কেন্দ্রে।

তিনি আরো বলেন, পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষার্থী এবং শিক্ষককে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Bootstrap Image Preview