Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকার বহিষ্কৃত প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের জন্য রাজপথে হাজারো সমর্থক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:৩৩ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বহিষ্কৃত হন। এর প্রতিবাদে বিক্রমাসিংহের হাজার-হাজার সমর্থক রাজধানী কলম্বোর রাজপথে নেমে এসেছে। গতকাল মঙ্গলবার কলম্বোতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বিক্রমাসিংহে সমর্থকরা। 

সোমবার বিক্রমাসিংহে গণবিক্ষোভের ডাক দেন। ওই ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে নেতাকর্মীরা।মঙ্গলবার সমাবেশ করে তার সমর্থকরা। ওই সমাবেশে যোগ দিতে রাজপথে নেমেছিল হাজারো মানুষের ঢল। 

শহরের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে জনতা।  রাজপথ দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)।

এদিকে প্রেসিডেন্টের মতামত উপেক্ষা করে শুক্রবার পার্লামেন্ট অধিবেশন চালুর সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার কারু জয়াসুরিয়া। মঙ্গলবার সব দলের নেতাদের অংশগ্রহণে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

উল্লেখ্য, গত শুক্রবার বিক্রমাসিংহেকে বরখাস্ত করে মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট সিরিসেনা। শনিবার মন্ত্রিসভা ভেঙে দিয়ে পার্লামেন্ট স্থগিত করেন তিনি। এতে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে। 

Bootstrap Image Preview