Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদকে ৫ নভেম্বর সন্ধ্যায় সময় দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সংলাপে বসার জন্য সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আহ্বান গ্রহণ করে আগামী ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সময় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংলাপের চিঠি নিয়ে যান আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও তথ্য-গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

এর আগে একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন সম্মিলিত জাতীয় জোট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রধানমন্ত্রীর পিএস-১ এর দফতরে বুধবার চিঠিটি নিয়ে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

প্রধানমন্ত্রীকে দেয়া ওই চিঠিতে এরশাদ লিখেন- সংলাপের উদ্যোগ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হলে অনুকূল পরিবেশকে আরও উজ্জ্বল করবে।

Bootstrap Image Preview